রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মৌলভীবাজারে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত সভা  

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত সভা  

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজার জেলা পর্যায়ে প্রকৌশলী, সাংবাদিক ও এলজিইডি ঠিকাদার নিয়ে এলজিইডি মৌলভীবাজারের আয়োজনে এলজিইডি ভবনের কামরুল হাসান সিদ্দিক মিলনায়তনে সোমবার (৩১ জুলাই) জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। 

এলজিইডি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী প্রকৌশলী খন্দকার মাহমদুল আশরাফের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন, এলজিইডির নির্বাহী প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী সুদর্শন সরকার, কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাহেদুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বকশী ইকবাল আহমদ, সাবেক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, ঠিকাদার তাজুল ইসলাম প্রমুখ। 

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত সভায় বক্তারা জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কর্মপরিকল্পনা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

টিএইচ